March 29, 2024, 12:51 pm

স্পিকারের সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

  • Last update: Monday, July 20, 2020

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো সাক্ষাৎ করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, ‘নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে।’ নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুবই জরুরি বলে উল্লেখ করেন। এ সময়ে তিনি করোনার এই পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন এবং অধিক কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের আরও  সচেষ্ট হওয়ার আহ্বান জানান স্পিকার। এক্ষেত্রে নিয়মিতভাবে কাউন্সিলিং এবং সেমিনার খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মিয়া সেপ্পো বলেন, ‘ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’ তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জিসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC