বিদেশের মাটিতে বাংলাদেশকে ব্রান্ডিং করছে স্টার গোল্ড গ্রুপের পন্য। শুধু বাংলাদেশিদের মধ্যে নয়, বিদেশিদের কাছেও অত্যন্ত জনপ্রীয় এই ব্রান্ডের পন্যগুলো। কোম্পানির সম্প্রসারণের ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্প্রতি স্টার গোল্ড ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার গোল্ড গ্রুপের নতুন ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করা হয়েছে তানজানিয়ার বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিলি পল ও আমিরাতে অবস্থিত বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল রোমান খানকে। দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে এক বছরের চুক্তি করেন স্টার গোল্ড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম সি আই পি৷
সৌদি আরবে ১৯৯২ থেকে ও আমিরাতের দুবাইয়ে ২০০৪ সালে যাত্রা শুরু করে স্টার গোল্ড। বর্তমানে প্রায় ৮ শতাধিক কর্মী রয়েছে যার অধিকাংশই বাংলাদেশি৷ স্যাটেলাইট ইকুইপমেন্ট, সিকিউরিটি প্রডাক্টস, ইলেকট্রনিকস পণ্য, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্সেস, হোম টেক্সটাইল, লাইটিং ডিভাইস, ভ্রমণ ব্যাগ এবং লাগেজসহ নানা প্রকারের পণ্যের বড় বাজার রয়েছে প্রতিষ্ঠানটির৷ ১০ টি দেশে সরাসরি নিজস্ব অফিসের মাধ্যমে ও ১১০ টি দেশে পণ্য বাজারজাত করে যাচ্ছে স্টার গোল্ড৷
হাল সময়ে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় মাধ্যম ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে গুরুত্ব দিয়ে স্টার গোল্ড কর্তৃপক্ষ কিলি পল ও রোমান খানের সঙ্গে চুক্তি করেছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান। জনপ্রিয় এই দুই ইনফ্লুয়েন্সার আগামী এক বছর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে স্টার গোল্ডের পণ্য প্রচার-প্রসার করবেন৷
স্টার গোল্ড গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম সি আই পি’র সভাপতিত্বে ও বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোতালেব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এর কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব বাদরুল আহমেদ বিদ্যুৎ, বাহরাইনের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হানিফ, ওমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ জাকির, এমদাদুল হক, জুনাইদ খানসহ কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ।