March 28, 2024, 7:43 pm

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু

  • Last update: Monday, August 2, 2021

সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দুই বছরে অন্তত তিন হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতেই দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদিতে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মারা গেছেন এক হাজার ৭৪১ জন।

সৌদির ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন। পশ্চিমাঞ্চলের ওই সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য রিয়াদ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি করোনায় মারা গেছেন বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে। এছাড়া প্রতিবেদনটিতে কনস্যুলেটের সেবা সংক্রান্ত আরও নানা তথ্য তুলে ধরা হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC