সোলায়মান হাসান: সোনারগাঁয়ে ফুলকুঁড়ি আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের মাসুদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ ফারুক হোসাইন, সদস্য হাজী জজ মিয়া, খোকন, লিটন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, আব্দুল বাতেন, সাবেক ইউপি মাহিলা সদস্য রাশিদা আক্তার, করিব হোসেন, স্কুলের প্রধান শিক্ষক লিপি আক্তার, সহকারি শিক্ষক মুসফিকা আক্তার, নিলা আক্তার, মাছুমা আক্তার, নেহা আক্তার, ফারজানা আক্তার সহ অভিভাবক ও শিক্ষার্থীরা৷