সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট’ শীর্ষক এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

গত রোববার (২৩ নভেম্বর) হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে ছুটে যান। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে স্থায়ী কমিটির সদস্যরা তাকে দেখতে সিসিইউতে উপস্থিত হন। হাসপাতাল থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের জানান, “ম্যাডামের জ্ঞান আছে, তিনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ওঠানামা করছে। ব্যক্তিগতভাবে মনে করি, তিনি এখনো স্থিতিশীল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো থাকতে পারেন।”

এদিকে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিত তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন। তারেক রহমান ফেসবুকে এক পোস্টে জানান, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যায় আছেন। তার জন্য দেশ-বিদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আমরা কৃতজ্ঞ।” একই সঙ্গে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
Share: