সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সমর্থনে এ অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ভাদেশ্বর ইউনিয়ন প্রবাসী ফোরাম’এর উদ্যোগে আয়োজিত এই সভায় বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ভাদেশ্বরের প্রবাসীরা প্রার্থীর প্রতি তাদের জোরালো সংহতি প্রকাশ করেন। আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক মু. আব্দুল আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “সিলেট-৬ আসনের মাটি ও মানুষের কল্যাণে এবং একটি ইনসাফ কায়েমের লক্ষে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে ঋণী করেছে।
প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।” সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামাল এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-র সভাপতি কাওসার হোসেন কুরেশি। সভায় সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেন যুক্তরাজ্য থেকে বদরুজ্জামান বাবুল, রায়হান উদ্দিন, জিল্লুল আল হক, জসিম উদ্দিন, মতছিন আলী, হাবিবুর রহমান, আমীর হোসেন, সাব্বির আহমেদ ও লাহিন আহমেদ। এছাড়া আমেরিকা থেকে আব্দুল মালিক, কানাডা থেকে এমদাদুল ইসলাম, আয়ারল্যান্ড থেকে ফয়েজ আহমেদ, স্পেন থেকে শহিদ আহমেদ, ফ্রান্স থেকে আলী হোসেন, সংযুক্ত আরব আমিরাত থেকে এনাম আহমেদ এবং ইতালি থেকে দেলাওয়ার হোসেন ও মিজানুর রহমান তাহের। সভায় স্থানীয় নেতাদের বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সেক্রেটারি জয়নাল আবেদীন এবং সাবেক মেম্বার বদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, ইসমাইল হোসেন, জামিল আহমেদ, তানভীর আহমেদ মাহফুজ, শফিউল আলম, জাহাঙ্গীর আলম ও নাহিদ আহমেদ। সভায় বক্তারা বলেন, সিলেট-৬ আসনের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক সমৃদ্ধ জনপদ গড়তে মোহাম্মদ সেলিম উদ্দিনের বিকল্প নেই। প্রবাসীরা আগামীতে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকার এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
