সিলেট থেকে ভোটের প্রচার শুরু তারেক রহমানের, আজ জনসভা

সিলেট থেকে ভোটের প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে শ্বশুরবাড়ির এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল—যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’

বুধবার দিনগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে তারেক রহমান এ কথা বলেন।

এদিকে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তারেক রহমান। এরই মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

তারেক রহমানের নির্বাচনি সভায় যোগ দিতে রাত থেকেই সিলেট আলিয়া মাদরাসা মাঠে অবস্থান নিয়েছেন সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা। তারেক রহমান ও নিজ নিজ এলাকার নেতাদের  নামে নানান রকম স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের। নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ বিগত সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনও দেখা যায় তাদের হাতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (রহ.) এর মাজার এবং রাত সাড়ে ১১টার দিকে শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন তারেক রহমান।

১৯৭৮ সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য দেন এবং ২০১৩ সালে বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য দেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *