সিলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান

সিলেট জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ শাখা আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সিলেটের প্রবাসীদের সম্মাননা প্রদান করবে।

প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিতে এই সম্মাননা প্রদান করা হবে। সিলেট জেলার সকল প্রবাসীকে শ্রেণিভিত্তিকভাবে সম্মাননা দেওয়া হবে। বিশেষ করে পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সফল অগ্রণী এবং বাংলাদেশি পণ্য সংরক্ষিত দেশে আমদানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এমন প্রবাসীদের এ সম্মাননা প্রদান করা হবে।

আবেদন করতে ইচ্ছুক প্রবাসীদেরকে ৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ উল্লেখিত ইমেইলে প্রেরণ করতে বলা হয়েছে। এছাড়া প্রবাসীদের বর্তমান ঠিকানা, সিলেটে স্থায়ী ঠিকানা এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগের জন্য সঠিক মোবাইল নম্বরও প্রদান করতে হবে।

যোগাযোগের জন্য গুগল লিংক: https://tinyurl.com/4f2mnh8t

সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের এই সম্মাননা তাদের অবদানকে দেশ ও সমাজের সামনে তুলে ধরবে এবং অন্যান্য প্রবাসীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

যোগাযোগ:
ইমেইল: adceduictsylhet@mopa.gov.bd
ফোন: ০২৯৯৬৬৮৭১১৭

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *