সারা দেশে ভূমিকম্পে নিহত ৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়।

পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নরসিংদীতে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধসহ দুজন প্রাণ হারান এবং হুড়োহুড়িতে আহত হন অর্ধশতাধিক মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়ালধসে নবজাতক ফাতেমার মৃত্যু হয়, আহত হয়েছেন তার মা ও প্রতিবেশী।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের পর হালকা আফটারশক হতে পারে, তবে আতঙ্কের প্রয়োজন নেই।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ জোরদারের নির্দেশ দিয়েছেন এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে নির্দেশনা দেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *