April 25, 2024, 7:16 am

সামাজিক সংগঠনের সহযোগিতায় আবুধাবি প্রবাসীর লাশ গেল দেশে

  • Last update: Saturday, September 11, 2021

সনজিত কুমার শীলঃ বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় আবুধাবি প্রবাসী আবুল কালামের (৪৬) লাশ দেশে পাঠানো হয়েছে। গত ৯ ই সেপ্টেম্বর প্রবাসীর প্রথম জানাজা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়।

প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি লাশ পাঠানোর খরচের পাশাপাশি মরহুমের পরিবারের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইমরান হোসেনের ইমামতিতে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

এদিকে জানাজা পরবর্তী শোক সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ সরওয়ার আজম, মাওলানা এনামুল হক নিজামী, জামাল উদ্দিন, বাবু দীপক, মোহাম্মদ তোয়াহা, আব্দুল আজিম প্রমুখ।

জানাজা পরবর্তী শোক সভায় বক্তারা বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর দাবি জানিয়ে তারা বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধার মূল্য অনেক বেশি। দেশের চালিকাশক্তি ধরে নেয়া হচ্ছে তাদের অথচ, বিদেশে মারা গেলে চাঁদা তুলে প্রবাসীর লাশ পাঠাতে হয় যা খুবই দুঃখজনক।

আবুধাবিতে নিহত আবুল কালামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কোদালা গ্রামে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC