সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসায় পুলিশ অভিযান, আটক ৭

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর ২ নম্বর গেট চশমা হিল এলাকার বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যাচাই-বাছাইয়ের জন্য সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স জব্দ করেছে পুলিশ।

মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হচ্ছেন— এমন তথ্য একটি ফেসবুক পোস্টে পাওয়া গেলে পুলিশ অভিযান চালায়।

জানা গেছে, ২ নম্বর গেট এলাকায় নওফেলের ছোট ভাই বোরহান চৌধুরী ও বিএনপি নেতা নিয়াজ উদ্দিন যৌথভাবে ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেটি বন্ধ থাকলেও অনলাইনে খাবার বিক্রি চলছিল। আটক সাতজনই ঐ রেস্তোরাঁর কর্মচারী বলে দাবি করেছেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, “১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এখানে ছাত্রলীগের কিছু লোক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যেসব জুলাই যোদ্ধা আমাদের তথ্য দিয়েছেন, তারাও আমাদের সঙ্গে এই বাসায় আসতে চেয়েছিলেন। আমরা শুধু দুজন ছাড়া কাউকে অ্যালাউ করিনি। পুলিশের অনুমতি ছাড়া কেউ যাতে সেখানে ঢুকতে না পারে আমরা সজাগ ছিলাম। আমরা পুরো ভবনে অভিযান চালিয়েছি। ওই বাসায় এখন পরিবারের সদস্য কেউ থাকেন না। সাতজনকে পেয়েছি, যারা নিজেদের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। যাচাই-বাছাই করে তাদের মধ্যে যদি নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের সহযোগী কেউ থাকেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি সোলাইমান আরও বলেন, নওফেলের ছয়তলা বাসার চতুর্থ তলায় রান্নাবান্নার বিভিন্ন সরঞ্জাম ও নিয়মিত রান্না হয় এমন প্রমাণ পাওয়া গেছে। তার ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বিএনপি নেতা নিয়াজের যৌথ মালিকানায় নগরীর পূর্ব নাসিরাবাদে ইয়াকুব সেন্টারে ক্যাফে মিলানো নামে একটি রেস্তোঁরা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর রেস্তোঁরাটি বন্ধ হয়ে গেছে। কিন্তু ফুডপান্ডা বা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে খাবার সরবরাহ করা হয়।

নওফেলের বাসার চতুর্থ তলার ওই রান্নাঘরে সেই খাবার রান্না করা হয় এবং প্যাকেটে ভরে সেটা সরবরাহ করা হয়। বুধবার দুটি অর্ডার পেয়েছিলেন তারা, যেগুলো দুপুর ২টার মধ্যে সরবরাহ করা হয়। অনলাইনে কার্ডের মাধ্যমে বা নগদ টাকা গ্রহণ করে বিল দেওয়ার দুটি মেশিন ওই বাসায় পেয়ে সেগুলো জব্দ করেছে পুলিশ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *