সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র উদ্ধার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়ন বঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে কালিগঞ্জ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিকালে কালিগঞ্জ সরকারি কলেজ থেকে কাজী আলাউদ্দিনের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সেখানে তিনি বক্তব্য রাখেন। একই সময়ে ডা. শহিদুল আলমের সমর্থকরাও তার মনোনয়নের দাবিতে কালো পতাকা মিছিল বের করেন।

এক পর্যায়ে ডা. শহিদুল আলমপন্থীরা মিছিল নিয়ে কাজী আলাউদ্দিনের সমাবেশস্থলের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় সেনাবাহিনী।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় একদল দুষ্কৃতকারী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গুলতি, লোহার বল, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ও লোহার টুকরা নদীতে ফেলে পালানোর চেষ্টা করে।

কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাজিদের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আশাশুনি থানার বাটরা গ্রামের আলীমুলের ছেলে মামুন, নলতা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শফিকুল সরকারের ছেলে শামীম, কাশীবাটি গ্রামের মোস্তফা সরদারের ছেলে আব্দুল মান্নান এবং পূর্ব নারায়ণপুর গ্রামের মৃদুল কুমার ঘোষের ছেলে শুভঙ্কর কুমার ঘোষ।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক, তিনটি পিকআপ ভ্যান, লাঠি, ইট-পাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা জব্দ করা হয়। গ্রেফতার চারজন ও জব্দকৃত সামগ্রী পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও সেনাবাহিনী অভিযান চালিয়ে ইট-পাটকেল ও বাঁশের লাঠি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Share: