আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সোমবার রাতে নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
যোগদানের পর জেলা প্রশাসক আফরোজা আখতার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আজ মঙ্গলবার থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
