আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ করার পরও তারা কোনো সহায়তা পাননি, বরং অপহরণকারীরা পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী মেয়ে ছুরাইয়া সুলতানা লাকীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। মেয়েটি তাতে সাড়া না দেওয়ায় গত ২২ অক্টোবর মাদরাসায় যাওয়ার পথে কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক লাকীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
লাকীর পিতা আব্দুর রউফ আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি (নং–১৩১২, তারিখ: ২৭/১০/২৫) দায়ের করেন। তবে অভিযোগের পরদিনই অপহরণকারীরা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং আব্দুর রউফকে মারধর করে গুরুতর আহত করে।
এছাড়া পরিবারের সদস্যদের কাছে ০১৮৫৫-৪৪৩৭২০ নম্বর থেকে ফোন করে গোলাম কিবরিয়া দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বলেন, “টাকা না দিলে মেয়ের মাংস মেপে নিও”—এমন হুমকিও দেন বলে অভিযোগ করেছে পরিবারটি।
কিশোরী নিখোঁজের ১০ দিন পার হলেও লাকীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম হতাশায় ভুগছে। মেয়েটির মা ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, “পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা কিশোরীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই তাকে উদ্ধার করা সম্ভব হবে।”
