সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

সংযুক্ত আরব আমিরাতের ইসলামী বিষয়ক কর্তৃপক্ষ—জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত—ঘোষণা করেছে যে আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে দেশব্যাপী সব মসজিদে শুক্রবারের (জুমা) নামাজের সময় পরিবর্তন করা হবে।

নতুন সূচি অনুযায়ী, জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে মসজিদে উপস্থিত হন।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, সপ্তাহের কর্মদিবস—সোমবার থেকে বৃহস্পতিবার—এবং শুক্রবারের নামাজ ও ইবাদতকে আরও সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করতে এই সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন ব্যবস্থা ধর্মীয় আচার পালনের পাশাপাশি কর্মজীবী মানুষের সুবিধাকেও বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *