সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে দণ্ডিত আরও ২৫ বাংলাদেশিকে রাষ্ট্রপতির ক্ষমা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দণ্ডিত আরও ২৫ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের এই সাজা মওকুফ করা হয়।

ক্ষমা পাওয়া এই ২৫ জন প্রবাসী গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতের বিভিন্ন স্থানে মিছিলে অংশ নিয়েছিলেন। আমিরাতের কঠোর আইন অনুযায়ী জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রথম দফায় ৫৭ জন এবং পরবর্তীতে আরও কয়েক দফায় অনেক প্রবাসীকে ক্ষমা করা হয়েছিল। সবশেষ এই ২৫ জনের মুক্তির মাধ্যমে জুলাইয়ের বিক্ষোভের ঘটনায় বন্দি থাকা প্রবাসীদের ফেরার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস দণ্ডিতদের পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে ক্ষমার তালিকায় থাকা প্রবাসীরা মুক্তি পেয়ে দেশে ফিরতে শুরু করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে প্রবাসীদের মুক্তির বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। আমিরাত সরকার বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *