হংকং সিক্সেসে বাংলাদেশের প্রথম ম্যাচটি ছিল স্বাগতিক হংকংয়ের বিপক্ষে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কিছুটা জটিল হয়ে পড়ে বাংলাদেশের জন্য। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেই কঠিন সমীকরণকে সহজ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
শুক্রবার (৭ নভেম্বর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৭৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৬১ রানে। ফলে বাংলাদেশ জয় পায় ১৪ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। যদিও প্রথম ওভারেই ওপেনার জিসান আলম আউট হয়ে ফেরেন, কিন্তু অপর ওপেনার হাবিবুর রহমান সোহান আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তোলেন। প্রথম ওভারেই আসে ২০ রান; সোহান করেন ৭ বলে ২১ রান।
দ্বিতীয় ওভারে আরও ভয়ংকর রূপ নেয় বাংলাদেশের ব্যাটিং। অধিনায়ক আকবর আলী ৯ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন, যাতে ছিল ৪ ছক্কা ও ২ চার। শেষ দিকে মোসাদ্দেক হোসেন কিছুটা ধীর ছিলেন, ফলে স্কোর আর বাড়েনি। শেষ পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৫ রান।
তবে ব্যাট হাতে ধীর হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন মোসাদ্দেক। বাঁহাতি পেসার আবু হায়দার রনির সঙ্গে তিনি শুরুতেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন। প্রথম ওভারেই রনির শিকার হয় লঙ্কানদের প্রথম উইকেট। এরপর মোসাদ্দেক ও তোফায়েলও যোগ দেন উইকেট শিকারে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১২ বলে ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। মোসাদ্দেক ২ ওভারে ২০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট এবং ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।
