শেখ হাসিনাকে আনতে ভারতকে ফের চিঠি দেব : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে।

সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও অনুরোধ জানাব। ভারত যদি তাকে আশ্রয় দিয়ে যায়, তাহলে বুঝতে হবে—এটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতামূলক ও নিন্দনীয় আচরণ।”

তিনি আরও বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ বিচার সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আমরা যতদিন দায়িত্বে আছি, বিচারকার্য পুরো গতিতে চলবে।” এসময় সংশ্লিষ্ট সবাইকে তিনি অভিনন্দন জানান।

উপদেষ্টা বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে যেই সরকারই দায়িত্বে আসুক, এই বিচারের দায়বদ্ধতা থেকে যেন তারা পিছপা না হয়। আজকের দিনটি জুলাই গণঅভ্যুত্থয়ের আরেকটি বিজয়ের দিন। বিশেষ করে মনে পড়ছে সেই সব শহীদের কথা, যারা সেই আন্দোলনে প্রাণ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আজ বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন। ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বড় উদাহরণ ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থনে শতাধিক মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হয়েছিল। সেই নৃশংসতার জন্য দায়ী শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। মনে হচ্ছে, শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। তাদের শোকাহত পরিবারও সামান্য সান্ত্বনা পাবে।”

ব্যক্তিগত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি এই রায়ে সন্তুষ্ট, বিস্মিত নই। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব শক্ত প্রমাণ রয়েছে, তাতে যে কোনো দেশের আদালতেই তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *