শেখ মোহাম্মদকে সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিতে ‘সুলতান বিন আলি আল ওয়াইস কালচারাল অ্যাওয়ার্ড’ প্রদান

সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধান, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে সংস্কৃতি, জ্ঞান ও মানবিক উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ সুলতান বিন আলি আল ওয়াইস কালচারাল অ্যাওয়ার্ড-এর ১৯তম বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কার বোর্ড জানিয়েছে, শেখ মোহাম্মদের দূরদৃষ্টি, উদার মানসিকতা ও উন্নয়নের অঙ্গীকার আমিরাত তথা আরব বিশ্বের সাংস্কৃতিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তারা আরও জানায়, শেখ মোহাম্মদের বিভিন্ন উদ্যোগ—যেমন আরব রিডিং চ্যালেঞ্জ, আরবি ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার প্রসার, মোহাম্মদ বিন রাশিদ লাইব্রেরিডিজিটাল স্কুল প্রতিষ্ঠা—আরব সমাজে শিক্ষাবিস্তার ও জ্ঞানভিত্তিক উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করেছে। তার নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও মানবিক কাজকে “একটি আধুনিক রেনেসাঁর অনুপ্রেরণা” হিসেবে বর্ণনা করেছে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানটি।

(সূত্র: খালিজ টাইমস)

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *