আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের সোমবার দিবাগত রাত দুইটার দিকে অস্ত্র ও মাদক চোরাকারবারী আলোচিত মামুন কয়াল (৩৬) কে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক।
সাতক্ষীরায় শ্যামনগর সীমান্তের কৈখালী ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মামুন কয়াল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী কয়ালপাড়া গ্রামের জাহার আলী কয়ালের ছেলে। মানব পাচার ও বনজীবি কৈখালীর রতন শেখকে সুন্দরবনে নিয়ে গুম করাসহ অসংখ্য মামলার আসামী।
সাতক্ষীরায় শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন জানান মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে বয়ারসিং খালের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১টি বিদেশী নাইনএমএম পিস্তল, ১ টি ওয়ানশুটার গান ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে অভিযানিক দলের সদস্যরা।পরবর্তীতে বিজিবির সাথে নিয়ে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তারা ২০ বোতল ফেসনিডিল উদ্ধার করে।
অভিযুক্ত মামুনের দাবি গোলাখালীর জামির আলী জামু ও তার ছেলে আসলাম, কৈখালীর আজিজুল ইসলাম ওরফে লম্বা আজিজুল, বাবলু মোল্যা, পশ্চিম কৈখালীর আরজ খান ও বাবুসহ তারা ১০/১২ জন সুন্দরবন সীমান্ত দিয়ে মাদক, গরু এবং অস্ত্রসহ ঝিনুক চোরাচালানে জড়িত। প্রায় চার মাস আগে জামু ও বাবুসহ তাদের দলের তিন সদস্য অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছিল। সে ঘটনায় তার(মামুনের) হাত থাকার দাবি করে জামু ও বাবুর সহযোগী লম্বা আজিজুল ভারতের নেপাল মন্ডলের থেকে অস্ত্র কিনে এনে তাকে ফাঁসিয়ে দিয়েছে।
এঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামুনসহ অজ্ঞাতনামীয় আসামীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে- জানিয়ে তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে বুধবার কারাগারে প্রেরণ করা হবে।
