লাবিব হাসান, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আজ সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে ঘণ কুয়াশায় গোটা উপজেলায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
প্রচন্ড শীতে সোমবার সকালে কলাপাড়ায় নির্মানাধীন আরএনপিসিএল বিদ্যুত কেন্দ্রে প্রচন্ড শীতে হৃদরোগে আক্রান্ত হয়ে চায়না শ্রমিক রেন ঝি (৩৯) মারা গেছে।
এ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত দোভাষী নুরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের স্টোর থেকে মালামাল নিয়ে অটোতে করে অন্য স্টোরে যাওয়ার সমর চায়না শ্রমিক রেন ঝি অটোর মধ্যেই স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঠান্ডার কারনে সে স্ট্রোক করতে পারে বলে জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসনীন তৃনা পুলিশকে জানায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, চিকিৎসকরা তাঁদের জানিয়েছেন, শীত জনিত কারণে সে স্ট্রোক করে মারা যেতে পারে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ কর্তৃপক্ষের কাপ হস্তান্তর করা হবে।