বেনাপোল প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৪জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ২৪ টি স্টল স্থান পেয়েছে। মেলার এসব স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করে নিজেদেরকে বিজ্ঞানের আলোয় আলোকিত করেন।
মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং উদ্ভাবনী সম্পর্কে আলোকপাত করেন।