মো. রাসেল ইসলাম: যশোরের শার্শার নাভারণ বাজারে জাল টাকা সরবরাহ করার সময় সোহেল ভূঁঞা (৪০) নামে একজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে নাভারণ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ভূঁঞা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামের মজনু ভূঞার ছেলে।
পুলিশের তথ্য মতে জানা যায়, আটক সোহেল ভূঁঞা বিকালে নাভারণ বাজারে মালামাল ক্রয় করার সময় ব্যবসায়ীকে ১ হাজার টাকার একটি জাল নোট দেয়। এসময় ওই ব্যবসায়ী জাল টাকা সনাক্ত করতে সক্ষম হলে তাকে জেরা করতে থাকে। এক সময় তার গতিবিধি সন্দেহজনক হলে অন্যান্য ব্যবসায়ীরা মিলে তাকে আটকে রেখে তল্লাশি করলে আরো ৫ টি ১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে ব্যবসায়ীরা পুলিশে খবর দিলে সোহেল ভূঁঞাকে ৬ হাজার টাকা জাল নোট সহ আটক করে।
শার্শা থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল জানান, ৬ হাজার টাকার জাল নোট সহ সোহেল ভূঁঞা নামে একজনকে আটক করা হয়েছে। জাল টাকা সরবরাহ করার অপরাধে তাকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।