সংযুক্ত আরব আমিরাত শারজাহ শাখা যুবদল সমর্থকদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শারজাহ যুবদল নেতা মোহাম্মদ আলী সোহেলের সভাপতিত্বে ও হুমায়ন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক। প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সদস্য ও যুবদল নেতা নীল রতন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই যুবদল নেতা ইসমত আলী, আনোয়ার হোসেন, এম এ মামুন, এরশাদ, দুবাই যুবদল নেতা ফরহাদ হোসেন, শরীয়ত উল্লাহ সবুজ, শারজাহ যুবদল নেতা আসাদ, মহিউদ্দিন বেলাল ও শাহাদাত হোসেন এবং আজমান যুবদল নেতা লোকমান হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোকবার্তা পাঠ ও স্বাগত বক্তব্য প্রদান করেন দুবাই যুবদল নেতা ফরহাদ হোসেন।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও জীবনসংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লড়াইয়ে তিনি আমৃত্যু আপসহীন ছিলেন। তার প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কেবল বিএনপির নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন গণমানুষের আশ্রয় ও সাহসের বাতিঘর।
অনুষ্ঠানে শারজাহ, দুবাই ও আজমানসহ বিভিন্ন স্টেটের যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী আবু রোকিয়ান।
উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম সবুজ, রুবেল আহমদ, এনাম উদ্দিন, বাবুল মিয়া, লোকমান মিয়া, সেলিম মিয়া, নুরুল করিম কবির, মো. শফিক মোল্লা, আক্তার বেপারী, জাকির তাঁতী, আবুল কালাম, জলিল তাঁতী, শাহজালাল গাজী, জালাল উদ্দীন, শাহজালাল মাজী প্রমুখ।
