সংযুক্ত আরব আমিরাতে দিনদিন ব্যবসায় মনোনিবেশ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। গড়ে তুলেছেন ক্ষুদ্র ও মাঝারি অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায় কোয়ালিটি বজায় রাখতে পারলে বছর শেষে দ্বিগুণ বৃদ্ধি পাবে।
শারজার আল গুয়াইর এলাকায় একটি যৌথ মালিকানাধীন তারিক আল বারাকা রেস্টুরেন্টের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
উদ্বোধক হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জসিম উদ্দিন, সফিকুল শেখ, আমিনুল শেখ, আওলাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান গ্রুপের চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মোঃ কোরবান আলী সিআইপি, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এম এ হক আমিন।
এসময় প্রবাসী ব্যবসায়ীরা জানান, ‘আমিরাতে ব্যবসার যথেষ্ট সুযোগ রয়েছে। সততা ও কর্মদক্ষতা দিয়ে ব্যবসায় সফল হওয়া সম্ভব। তরুণরা প্রবাসে এসে চাকুরির পাশাপাশি যৌথ ব্যবসা চালু করার সুযোগ রয়েছে।’
নতুন এই রেস্টুরেন্টে খাবারের মান উন্নত রাখার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে পরিবেষণ করার কথাও বলেন কর্তৃপক্ষ।