বাংলাদেশি পণ্যের বিস্তার ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে৷ বিশেষ করে খাদ্যসামগ্রীর বিশাল একটি বাজার তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে৷ এর মধ্যে বিস্কুট, সেমাই, রান্নার মসলা, শীতকালীন সবজি ও গরুর মাংস উল্লেখযোগ্য।
আমিরাতের শারজার আল কাসিমিয়ায় শুক্রবার (২ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর উদ্বোধন হয়েছে স্মার্ট শপার সুপার মার্কেট। মার্কেটটিতে দেখা গিয়েছে অধিকাংশ পণ্য বাংলাদেশি৷ অত্র এলাকার মানুষের চাহিদার প্রেক্ষিতেই মূলত দেশিয় পণ্য দিয়ে সুপার মার্কেটটি সাজিয়েছেন বাংলাদেশি প্রসিদ্ধ ব্যবসায়ী মুহাম্মদ আলী সোহেল৷ তিনি জানান, নতুন এই সুপার মার্কেটে বাংলাদেশি পণ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মানসম্পন্ন পণ্য কিনতে স্থানীয় প্রবাসীদের স্মার্ট শপার সুপার মার্কেটে আসতে আহ্বান জানান তিনি৷
স্মার্ট শপার সুপার মার্কেট উদ্বোধন করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী৷ এসময় উপস্তিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন, কুদ্দুস খাঁ মজনু, হাজি শফিক, আব্দুল লতিফ, লিটন তালুকদার,আব্দুল মতিন, আব্দুল জালাল বুরহান, আব্দুল আলিম, জাহাঙ্গীর রুপু, ইমন চৌধুরী, আনোয়ার হোসেন, বাবলু, বাছন আলিসহ বিপুল সংখ্যক প্রবাসী৷
আমিরাতের ব্যবসায়ীরা মনে করেন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান যতো বাড়বে বাংলাদেশিদের কর্মসংস্থান ততো বৃদ্ধি পাবে৷ দেশের অর্থনীতিতেও প্রবাসীদের অংশগ্রহণ বাড়বে বলেও মনে করেন প্রবাসীরা৷
এসময় ব্যবসায় সফলতা অর্জনের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারি আবু রোকিয়ান৷