শাপলা চত্বরে গণহত্যা ও নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জানুয়ারি ২০২৬।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্তের জন্য অতিরিক্ত দুই মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নতুন সময় নির্ধারণ করেন।

এর আগে ১২ আগস্ট মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল, তবে তদন্ত অসম্পূর্ণ থাকায় ট্রাইব্যুনাল আবারও সময় বাড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক এর পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন—

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *