এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার প্যারাডাইস সুইটসকে অপরিচ্ছন্ন ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টিজাত পণ্য উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়, লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘন এবং যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণের মতো অসংগতি পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী এবং সিএমপির পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ২৩ জানুয়ারি একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
