নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা, ফার্মেসির ঔষধ ব্যবসায়ি নাঈম মিয়া(৩৩), গত ১৮ই মার্চ বিকেল ৪ টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের, নিজ বাড়িতে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পরবর্তী সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নাঈম মিয়া (৩৩), গোলাকান্দাইল এলাকার কবির হোসেনের ছেলে। গত ১৯ মার্চ ডেমরা থানায়, নিখোঁজ নাঈম মিয়ার পিতা কবির হোসেন জিডি করেন, জিডি নাং- ১৭৩।
নিখোঁজ নাঈমের পিতা কবির হোসেন বলেন, ১৮ই মার্চ বিকেল ৪ টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজে আমার ছেলে মোটরসাইকেল সহ ঢাকার উদ্দেশ্য রওনা হয় , যাহার নাম্বার,
(ঢাকা মেট্রো- ল ৪৩ ৪১ ৫৯) ইতিপূর্বে ও আমার ছেলেকে অজ্ঞান করে, গাউছিয়া ডাচ -বাংলা ভুতের সামনে থেকে ব্যবসায়ের চার লক্ষ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়। অসুস্থ অবস্থায় পরিচিত লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। পুনরায় কিছু দিন না যেতেই এখন তার কোন সন্ধান পাচ্ছিনা। আমরা জানতে পেরেছি তার সর্বশেষ লোকেশন ছিল ডেমরা থানার কোনাবাড়ি এলাকায়।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে , আমার ছেলেকে যাতে দ্রুত সময়ের ভিতরে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছি।