April 24, 2024, 7:44 pm

রাশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই

  • Last update: Wednesday, July 7, 2021

রাশিয়ার পূর্বাঞ্চলে ২৮ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

মঙ্গলবার আঞ্চলিক রাজধানী পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলীয় এলাকা পালানায় যাওয়ার সময় উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি ওই সময় নামার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়।

উড়োজাহাজটিতে ২২ যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে পালানার মেয়র ওলগা মোখায়েরভাও ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা টিএএসএস। তাদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ১৯৮২ সাল থেকে সার্ভিসে ছিল।

ঘটনার সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল বলে স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে ইন্টারফ্যাক্স। কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, আন্তনোভ কোম্পানির তৈরি দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ এন-২৬ উড়োজাহাজটি মেঘাচ্ছন্ন আবহওয়ার মধ্যে উপকূলীয় এলাকার একটি খাঁড়িতে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে জরুরি মন্ত্রণালয় একটি হেলিকপ্টার ও কয়েকটি দল পাঠানোর পর দুর্ঘটনাস্থলটি খুঁজে পাওয়া যায় বলে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে ২০১২ সালে একই রুটে একই ধরনের আরেকটি উড়োজাহাজ কামচাটকার বনে বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছিল। পরে তদন্তকারীরা জানিয়েছিলেন, এ দুর্ঘটনার সময় উড়োজাহাজটির উভয় পাইলটই মাতাল ছিলেন।”

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC