March 29, 2024, 12:32 pm

রাজাকারদের তালিকা প্রণয়ন করবে সরকার: মুক্তিযুদ্ধ মন্ত্রী

  • Last update: Thursday, February 16, 2023

মো: শাহিদুজ্জামান সবুজ, ময়মনসিংহ থেকে: মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি রাজাকারদের তালিকা প্রণয়ন করবে সরকার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেদুয়ারি ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে প্রায় ৫২ বছর। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করার পর যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, গফরগাঁও সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) মাহফুজা নাজনীন, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, রাস্তাসহ বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন করেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC