আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে বিএনপি নেতাকর্মীদের জেলে যেতে হয়নি। সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যেতে হয়েছে।’
আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে এলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ও মধ্যম ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। ছোটখাটো ঘটনা যা ঘটেছে, তা দলীয় কর্মীদের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা।’
আনিসুল হক বলেন, ‘গত ১০ বছরে আইন মন্ত্রণালয় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই সময় অনেক গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশন আইন ও সাক্ষ্য আইন করা হয়েছে। এসব কিছু করা হয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে।’