April 23, 2024, 8:07 pm
সর্বশেষ:
লোহাগাড়ার ইউএনও`র সাথে লোহাগাড়া সাংবাদিক সমিতির নব গঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে বান্দরবানে হেল্প ডেক্স উদ্বোধন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন : শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা শার্শায় ৬টি সোনারবার উদ্ধার, আটক ১ সোনারগাঁ বারদী বাজারের ৫০ টাকার খাজনা ৫০০ টাকা মোরেলগঞ্জে অগ্রনী ব্যাংকের পিএলসি নতুন ভবনের উদ্বোধন বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ লোহাগাড়া সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ, সভাপতি জব্বার ফিরোজ, সম্পাদক জাহেদ

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচরে অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী উৎপাদন

  • Last update: Tuesday, June 1, 2021

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচরে অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০২ লক্ষাধিক টাকা জরিমানা।

গত ৩০ মে, ২০২১ খ্রিঃ তারিখ ১৪:০০ ঘটিকা থেকে ২০:৫০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে আমু ফুড প্রোডাক্টস্কে এন্ড বেভার্জস ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চশ হাজার) টাকা, হেলাল কসমেটিক্সকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ও সোনালী কসমেটিক্সকে ৫০,০০০/- (পঞ্চশ হাজার) টাকা করে ০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে প্রায় ৫০০কেজি অনুমোদনহীন নকল কসমেটিক্স, নি¤œমানের ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় এ সকল অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC