রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাওয়া বইমেলা। মেলায় অন্যান্য প্রকাশনীর সঙ্গে অংশ নিয়েছে আল কোরআন একাডেমি পাবলিকেশনস, যেখানে তাফসির, সিরাত ও ইসলামিক বিষয়ে প্রায় ৩০০টি বই প্রদর্শিত হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—আল কোরআন একাডেমি, লন্ডন প্রকাশিত ২০টি ভিন্ন ভাষায় অনূদিত কোরআন শরিফও পাওয়া যাচ্ছে স্টলটিতে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় আল কোরআন একাডেমি পাবলিকেশনসের স্টলে গেলে কান্ট্রি ডিরেক্টর কর্নেল মোস্তফা রাসেল আল রশিদ তাকে অনূদিত কোরআন শরিফ উপহার দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক এবং রাওয়ার পাবলিকেশন ও লাইব্রেরির ইনচার্জ লে. কর্নেল নুরুজ্জামান।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনী পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মেলা কর্তৃপক্ষ জানায়, রাওয়া বইমেলা চলবে আগামী শনিবার (১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত, প্রতিদিনই লেখক ও প্রকাশকদের সঙ্গে পাঠকদের মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে।
আল কোরআন একাডেমি, লন্ডনের কান্ট্রি ডিরেক্টর কর্নেল মোস্তফা জানান, “আমরা ২০টি ভাষায় কোরআন অনুবাদ করেছি, যা ইতোমধ্যে ২৮টি দেশে ২৫ লক্ষাধিক কপি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসব অনুবাদিত কোরআন এই মেলায় প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও জানান, উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আরবি ও বাংলায় অনূদিত কোরআন মাজিদ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আল কোরআন একাডেমি বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে কোরআন বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 
									 
			