March 28, 2024, 7:18 pm

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

  • Last update: Monday, May 11, 2020

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের আশপাশেও নেই কোনো দেশ। রোজ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ।

করোনাভাইরাসে প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে ৮০ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৮১৬ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার ১২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আর দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ায়ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত দুই লাখ ৯ হাজার ৬৮৮ জন।

রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স বলছে, গত একদিনে সেখানে মারা গেছে ৮৮ জন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এক হাজার ৯১৫ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৪৯৫ জন। মোট আক্রান্ত ৪০ লাখ ৯৭ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৮২ জন।

ইতালিতে মৃত্যু ৩০ হাজার ৫৬০ জনের; আক্রান্ত দুই লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

স্পেনে প্রাণ গেছে ২৬ হাজার ৬২১ জনের। দেশটিতে আক্রান্ত দুই লাখ ২৪ হাজার ৩৯০ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ১১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত এক লাখ ৬২ হাজার ৬৯৯ জন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC