April 25, 2024, 3:59 am

যুক্তরাষ্ট্রে পুলিশ বিভাগের পেট্রোল কমান্ডিং অফিসার হলেন প্রবাসী

  • Last update: Thursday, September 23, 2021

যুক্তরাষ্ট্রে নিউ ইর্য়ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) পেট্রোল কমান্ডে কমান্ডিং অফিসার (সিও) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহিনীর বাংলাদেশি কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ।

সোমবার ব্রুকলিনের এনওয়াইপিডির ৬৯ প্রিসিস্কটে তিনি এ পদে যোগ দেন বলে এক অভিনন্দন বার্তায় জানায় ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)।

সিলেট জেলার বালাগঞ্জ থানার তালতলা গ্রামের সন্তান খন্দকার আব্দুল্লাহ (৩৫) এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে নিউ ইর্য়ক পুলিশে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়ে একই প্রিসিস্কটের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)-এর সদস্য এস এম হক জানান, আব্দুল্লাহ ২০০৫ সালে এনওয়াইপিডিতে পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেন। এরপর পদোন্নতি পেয়ে ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন।

প্রয়াত বাবা খন্দকার মদব্বির আলী ও মা মুহিবুন্নেসা চৌধুরীর সঙ্গে অভিবাসী হয়ে খন্দকার আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৯৩ সালে। তিনি নিউ ইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স করেন। মা মুহিবুন্নেসা চৌধুরী ও স্ত্রী লীনা চৌধুরীসহ তিন সন্তানকে নিয়ে লং আইল্যান্ডে থাকেন আব্দুল্লাহ।

এস এম হক জানান, বর্তমানে এনওয়াইপিডিতে নিয়মিত বাহিনীর সদস্য ছাড়াও বিভাগের অধীনে প্রায় সাত শতাধিক ট্রাফিক পুলিশ, অক্সিলারি পুলিশ, স্কুল সেফটি এজেন্ট, পুলিশ কমিউনিকেশন টেকনেশিয়ান, স্কুল ক্রসিং গার্ডসহ মোট এক হাজারের বেশি বাংলাদেশি কর্মকর্তা কাজ করছেন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC