তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা ক্রীড়া অফিসের প্রধান ফটকের তালা ভেঙে অফিসে প্রবেশ করে দুর্বৃত্তরা।
এ সময় তারা অফিসের একটি কম্পিউটার ও আলমারির তালা ভেঙে ভেতরের নথিপত্র ও কাগজপত্র তছনছ করে রাখে।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ জানান, “চোরেরা প্রধান ফটকের তালা ভেঙে অফিসে ঢুকে আলমারির তালা ভেঙে কিছু সরকারি মালামাল নিয়ে গেছে। ঠিক কী কী চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
মৌলভীবাজার থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।”
