তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে পৌর এলাকার চুবড়াস্থ কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে এ অভিযান পরিচালিত হয়। থানার ওসির নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর পৌনে ৫টার দিকে রুফু বেগমের ভাড়া নেওয়া কক্ষ থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন— বর্ষিজোড়ার মৃদুল মিয়া (২৪), চুবড়ার রঘুনন্ধনপুরের জুনেদ আলী (২৪), জুড়ী থানার ফুলতলার সাকিব মিয়া (২৩), সোনাপুর বড়বাড়ির হোসাইন মিয়া (২২) ও মুসলিম কোয়ার্টারের ভুবন মিয়া (২৬)। তারা সকলেই মৌলভীবাজার জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, জুনেদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী তার ফুফু রুফু বেগমের ভাড়াকৃত কক্ষের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে— ৩৩ ইঞ্চি লম্বা স্টিলের হাতলযুক্ত লোহার তরবারি, জিআই পাইপের হাতলসহ ৩০ ইঞ্চি লোহার তরবারি, স্টিলের হাতলযুক্ত ৩০ ইঞ্চি স্টিলের তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত ৩১ ইঞ্চি তরবারি, কাঠের হাতলসহ ২৯ ইঞ্চি লোহার রামদা এবং ৯ ও ১০ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি স্টিলের ফোল্ডিং ছুরি।
ঘটনার পর এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) ধারায় সদর মডেল থানায় মামলা (নম্বর-৯(১১)২৫) দায়ের করেন। পরে গ্রেপ্তার পাঁচ যুবককে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
