মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. সুনিল কুমার দাস, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মাহমুদুর রহমান, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির নেতা সালাম আহমদ জিতু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজা করিম রেজা, মো. ইমরান আহমদ ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

র‍্যালিতে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *