মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটুক্তির প্রতিবাদে গনঅবস্থান কর্মসূচি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের মর্যাদাহানির হুমকিতে জেলাবাসীর ক্ষোভ গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ কর্তৃক মৌলভীবাজার জেলাকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফুঁসে পড়েছে জেলাবাসী। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক গণঅবস্থান কর্মসূচি।

রবিবার (৯ই নভেম্বর) দুপুরে শহরের চৌমহনায় জেলা বাসীর আয়োজনে আয়োজিত এই গণঅবস্থান কর্মসূচিতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, “মৌলভীবাজারের মর্যাদাহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলার সম্মান ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা আরও বলেন, “মৌলভীবাজার একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত জেলা। এর মর্যাদা, সংস্কৃতি ও সুনাম রক্ষায় যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলব।”

শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—অবিলম্বে মৌলভীবাজার জেলার মর্যাদা অক্ষুন্ন রাখতে এ বিষয় নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জরুরী।

Facebook Comments Box
Share: