এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করলে পৌরসভার পূর্ব সরালিয়া এলাকার মজনু পাহলানের ছেলে আজাদ পাহলানকে ০৩ পিস ও দক্ষিন ভাইজোড়া এলাকার মহারাজ শেখের ছেলে জিহাদ শেখ (২৪)কে ০৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহীকর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান বলেন, মাদক সেবনের দায়ে আটককৃত দুই জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) এর ৩৬(৫) ধারায় ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।