মোরেলগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

বুধবার (৩০শে জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, যুবলীগ নেতা রাসেল হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।

মেলায় উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তি সাজিয়ে স্টল তৈরি করে মেলাটি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলার সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
Share: