মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পের উদ্দেশে মামদানির কড়া বার্তা

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ব্রুকলিনে আয়োজিত বিজয়োৎসবে তিনি এই বক্তব্য দেন। খবর বিবিসির।

ট্রাম্পের উদ্দেশে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ আছে— আওয়াজ বাড়িয়ে দিন।” তাঁর এই মন্তব্যের পরই উপস্থিত জনতা করতালি ও উল্লাসে ফেটে পড়ে।

মামদানি আরও বলেন, “আমাদের একজনের কাছে পৌঁছাতে হলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।” তিনি যোগ করেন, “এই শহর, যে শহর ট্রাম্পকে জন্ম দিয়েছিল, সেই শহরই একদিন তাকে পরাজিত করবে।”
ঠিক সেই মুহূর্তে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, “তাহলে এটা শুরু হলো!”

নিজের ভাষণে মামদানি ভোটারদের দেওয়া ‘পরিবর্তনের ম্যান্ডেট’ বা পরিবর্তনের বার্তার ওপর জোর দেন। তিনি বলেন, “এই বিজয় নিউইয়র্কের ইতিহাসে এক নতুন ভোরের সূচনা করেছে। আমরা এখন এমন একটি শহরের নিঃশ্বাস নিচ্ছি, যা পুনর্জন্ম লাভ করেছে।”

নবনির্বাচিত মেয়র তাঁর প্রচারে সহায়তাকারী সব সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ইহুদি-বিরোধিতা ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন এবং শহরের সকল নাগরিক—বিশেষ করে অভিবাসীদের কল্যাণে কাজ করবেন।

শেষে মামদানি বলেন, “রাজনৈতিক অন্ধকারের এই সময়ে, নিউইয়র্ক হবে আলোর দিশা।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *