শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী মীরগঞ্জ এলাকার ইউকে প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অত্র এলাকার শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে শিক্ষাগ্রহণের সুযোগ পায় সেই লক্ষ্যেই সংগঠন এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন , ডা: নুরুল হুদা নাইম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও ইউকের কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আলী , নুরুল আম্বিয়ার সভাপতিত্বে ও মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম লুলু, আব্দুল করিম মাস্টার, আব্দুল মুক্তাদির, আবুল বাশার রানিক, গৌস উদ্দিন, মাওলানা আব্দুর রহিম, ওহিদুর রহমান শামীম, আব্দুল মজিদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অত্র এলাকার শিক্ষাখাতের উন্নয়নে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং স্বাগত জানান। তারা বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। বক্তারা আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, উক্ত সংগঠন শিক্ষার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
