মিস ইউনিভার্স ২০২৫: শিরোপা জিতলেন মেক্সিকোর ফাতিমা বোস

মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বোস এবার মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতার মুকুট জিতে নিয়েছেন। ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম আসরে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে চূড়ান্ত বিজয় অর্জন করেন।

এ বছরের আয়োজনকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিযোগিতার প্রস্তুতি পর্বে এক অনুষ্ঠানে থাই আয়োজক নাওয়াট ইতসারাগ্রিসিল ফাতিমা বোসকে অবমাননাকর ভাষায় সম্বোধন করেন এবং তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন প্রতিযোগী প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান।

সব বিতর্ক পেরিয়ে ফাতিমা বোস আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনাল পর্বে অংশ নেন। বিচারকদের সামনে তিনি বলেন, “আমি যদি আজ মিস ইউনিভার্স হতে পারি, তাহলে এই প্ল্যাটফর্ম ব্যবহার করব বিশ্বের তরুণ মেয়েদের ক্ষমতায়নের জন্য।”

তার এই বক্তব্য শ্রোতা ও বিচারকদের মন জয় করে।

বহু সমালোচনা ও চ্যালেঞ্জের মধ্যে থেকেও নিজের অবস্থানে অটল থেকে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ফাতিমা বোস। মিস ইউনিভার্স ২০২৫ খেতাব তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় সূচনা করল।

Facebook Comments Box
Share: