হেলিকপ্টার থেকে মিয়ানমার সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়ার সীমান্তের জলপাইতলী গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা ( ৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনুমানিক ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ।
এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, সোমবার দুপুর ২টার দিকে হেলিক্পটারযোগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিজিপি চৌকি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল নিক্ষপ করেছে মিয়ানমারের জান্তা সরকারের সেনা। সেসময় একটি মর্টারের অংশ বিশেষ ঘুমধুম-তুমব্রু সড়কের সঙ্গে লাগোয়া বাদশা মিয়া রান্নাঘরে এসে পড়ে। এতে রান্নাঘরে থাকা রোহিঙ্গা বৃদ্ধ ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন হোসনে আরা। পরে হোসনে আরাকে হাসপাতাল নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন বলেন, দুপুরে ঘরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টার শেল এসে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত হন।