ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চার্লস হোয়াইটলি এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নৌকা উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে যান দুই রাষ্ট্রদূত। এ সময় তাদেরকে আওয়ামী লীগের মার্কা নৌকা উপহার দেয়া হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে দুই দেশ একমত হয়েছে। বর্তমান সরকারের সাথে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ইস্যুতে দেশটির সাথে জোরালোভাবে কাজ চলবে। সন্ত্রাস ও মৌলবাদ দমনেও একসাথে কাজ অব্যাহত থাকবে। এছাড়া, বাংলাদেশের গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এ সময় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।
অপরদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় একসাথে আগামীতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান পিটার হাস। বলেছেন, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র।
অপরদিকে চার্লস হোয়াইটলি বলেন, অতীত গুরুত্বপূর্ণ, তবে আলোচনা ভবিষ্যৎ নিয়ে করতে হবে। নির্বাচন নিয়ে ইইউয়ের বিস্তারিত প্রতিবেদন তৈরি হচ্ছে। আগামী পাঁচ বছর বাংলাদেশের সাথে নতুন ধরনের সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়ন খুব শিগগিরই নতুন অংশীদারিত্ব চুক্তি করবে বলেও জানান তিনি।