মামুন-রিটনের নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন সদ্য বিলুপ্ত মহানগর কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন যুবদলের মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক,আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ১ নম্বর সদস্য এ্যাড. এরশাদ আলী ঈসা ও ২ নম্বর সদস্য মো. মাইনুল আহসান (পান্না)। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *