মাদক সম্রাজ্ঞী টুনি ইয়াবাসহ গ্রেপ্তার, ৫টি মাদক মামলা বিচারাধীন

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহী বাগ এলাকা থেকে ইয়াবাসহ এক চিহ্নিত ‘মাদক সম্রাজ্ঞী’কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম পারুল বেগম টুনি, যিনি এলাকায় ‘টুনি’ নামেই পরিচিত।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত শাহীবাগ এলাকায় শ্রীমঙ্গল থানা পুলিশের চৌকস একটি দল উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে পারুল বেগম টুনিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত টুনি শাহীবাগ এলাকার সলিম মিয়ার স্ত্রী। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের আরও পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ তাঁর কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করে।

মঙ্গলবার মাদক সম্রাজ্ঞী টুনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “পুলিশ সুপার স্যারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। তারই অংশ হিসেবে এই চিহ্নিত মাদক কারবারি টুনিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *