মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া: শিশু জায়ানকে স্মরণ করে আলফাডাঙ্গায় মানববন্ধন

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া এলাকায় জাবেদ পারভেজ কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র মোহাম্মদ জায়ান রহমানের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই অকাল মৃত্যুতে ক্ষোভ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার বিচার না হলে সমাজে দৃষ্টান্ত স্থাপন সম্ভব নয়। দায়ীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।”

অভিভাবক ও শিক্ষকরা জানান, জায়ানের অস্বাভাবিক মৃত্যু তাদের মর্মাহত করেছে। তারা বলেন,
“এই মৃত্যু কখনোই স্বাভাবিক নয়। আমরা খুনির সর্বোচ্চ শাস্তি চাই।”

জাবেদ পারভেজ কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে গভীর শোক প্রকাশ করে। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “জায়ানের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি।

মানববন্ধনে জাবেদ পারভেজ কিন্ডারগার্টেন, জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি এলাকার সম্মানিত ব্যক্তিরাও অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আলফাডাঙ্গা থানার সামনে গিয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন। এসময় আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন বলেন, “পালাতোক আসামিদের নাম লিখিতভাবে দিন, আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।”

মানববন্ধনে নিহত জায়ানের মা সিনথিয়া বেগম, চাচা হাবিবুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ—বিএনপি নেতা খসবুর রহমান খোকন, নুরুজ্জামান খসরু, আমিনুর রহমান এবং পরে আরিফুর রহমান দোলন উপস্থিত ছিলেন।

শোকাহত এলাকাবাসীর প্রত্যাশা—দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি
জায়ানের মৃত্যুতে পাকুড়িয়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা বলেন,
“দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমেই জায়ানের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।”

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *